সোমবার ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্বাভাবিক দরপতনে পুঁজিবাজার

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   197 বার পঠিত

অস্বাভাবিক দরপতনে পুঁজিবাজার

শেয়ার বিক্রির চাপে বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ জানুয়ারি) পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৯১ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে গত বুধবারের পর পুঁজিবাজারে টানা তিনদিন দরপতন হলো।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৭৯০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৬২টির; অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

অধিকাংশ শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৬৫ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ৯ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ২৬ দশমিক ৫৯ পয়েন্ট।

ডিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১ হাজার ২১৫ কোটি ১ লাখ ২ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার।
এ বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিয়ন ব্যাংকের শেয়ার। এরপর ছিল বেক্সিমকো লিমিটেড, বিএসসি, ন্যাশনাল পলিমার, কুইন সাউথ টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার, বিবিএস, মতিন স্পিনিং মিলস এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৯১ পয়েন্ট কমে ২০ হাজার ২৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৮টির; অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৫২ কোটি ২৭ লাখ ০২ হাজার ১৪৮ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৩৫৪ টাকার শেয়ার।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:০৩ অপরাহ্ণ | সোমবার, ৩১ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।