বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x
সম্মিলিত ইসলামী ব্যাংক

 আমানতকারীদের স্বার্থে রেজুলেশনের কাজ দ্রুত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   8 বার পঠিত

 আমানতকারীদের স্বার্থে রেজুলেশনের কাজ দ্রুত করার নির্দেশ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–এর পরিচালনা পর্ষদকে আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রেজল্যুশন কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (১৭ ডিসেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকটির নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় গভর্নর এই আহ্বান জানান। তিনি বলেন, ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে রেজল্যুশনের আওতায় নেওয়া সিদ্ধান্তগুলোতে কোনও ধরনের শৈথিল্য চলবে না।

গভর্নর আরও বলেন, রেজল্যুশন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখানে সময়ক্ষেপণ হলে আমানতকারী ও সামগ্রিক আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে নয়, বরং আমন্ত্রণে সভায় তিনি উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকেরাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব ও যুগ্ম সচিবরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট পরিচালক-কর্মকর্তা এবং রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের প্রশাসকরাও সভায় অংশ নেন।

সভায় রেজল্যুশনের আওতায় এখন পর্যন্ত গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে পরিচালনা পর্ষদকে অবহিত করা হয়। পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণে সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালনা পর্ষদ গভর্নরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আমানতকারীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং রেজল্যুশন কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও নীতিগত নির্দেশনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৮:০২ অপরাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।