সোমবার ৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারের আগে বাড্ডায় সড়ক অবরোধ

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ১০ মে ২০১৯   |   প্রিন্ট   |   442 বার পঠিত

ইফতারের আগে বাড্ডায় সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আজও বাড্ডায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মধ্য বাড্ডার পূর্বাংশের লেন অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিকেল ৬টার দিকে পুলিশ গার্মেন্ট শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে আটকে পড়ে শত শত যানবাহন। এতে গরমে ভোগান্তিতে পড়ে মানুষ। বিশেষ করে রোজাদারদের বিরক্তি আরও বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার গার্মেন্টের শ্রমিকরা বিকেলে হঠাৎ রাস্তায় নেমে পড়েন। শ্রমিকদের দাবি, কর্মীদের বেতন-ভাতা পরিশোধ না করে গার্মেন্টটি গুটিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। কর্মীদের বেতন-ভাতা পরিশোধ ও তিন মাসের বেতন দিয়েই যেন গার্মেন্টটি কার্যক্রম বন্ধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে বাড্ডা থানা পুলিশ। এ ব্যাপারে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিক চৌধুরী জানান, গার্মেন্ট মালিক তাদের পাওনা দিতে গড়িমসি করছেন বলে অভিযোগ গার্মেন্ট শ্রমিকদের। প্রতি মাসের বেতন নির্ধারিত তারিখে পরিশোধ করছেন না। তাই তারা বাধ্য হয়ে আজ সড়ক অবরোধ করেন।

তিনি বলেন, গত ১০/১২ দিনে এ নিয়ে ওই গার্মেন্ট কর্মীরা তিনবার রাস্তায় নামলেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৭:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।