শুক্রবার ২৮ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ সেলিম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   54 বার পঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ সেলিম

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দিলেন মোহাম্মদ সেলিম।

বীমা খাতে ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেলিম সাধারণ বীমা কর্পোরেশনে সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মজীবন শুরু করেন।

ফাইন্যান্স, হিসাব, রিইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ও বিনিয়োগ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে মহাব্যবস্থাপক পদ থেকে অবসর গ্রহণ করেন। সাধারণ বীমা কর্পোরেশনে চাকুরীকালীন অডিট ও কমপ্ল্যায়েন্স বিভাগ, রিয়াল স্টেট বিভাগ, রিইন্স্যুরেন্স হিসাব বিভাগ, অবলিখন বিভাগ, হিসাব বিভাগ ও বিনিয়োগ বিভাগের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি চট্টগ্রাম জোনাল ইনচার্জ ও ঢাকা জোনাল ইনচার্জ হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি লোকাল অফিস, শরীফ ম্যানশন শাখা, এসবিসি ভবন শাখা, আদমজী কোর্ট ভবন শাখা ও বঙ্গবন্ধু এভিনিউ শাখার ইনচার্জ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ সেলিম নন-লাইফ ইন্স্যুরেন্স ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং ইন্স্যুরেন্স বিষয়ে কম্প্রিহেনসিভ কোর্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একজন ‘অ্যাসোসিয়েট’ এবং ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এ প্রশিক্ষণ গ্রহন করেছেন। তিনি অবলিখন ও দাবি ব্যবস্থাপনা বিষয়ে দেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং ইন্স্যুরেন্স ও রিইন্স্যুরেন্স বিষয়ে চীন, শ্রীলংকা ও ইংল্যান্ডে বিভিন্ন প্রশিক্ষণ / সেমিনারে অংশগ্রহণ করেছেন।

মোহাম্মদ সেলিম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।