বৃহস্পতিবার ২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ পরবর্তী লেনদেনে হতাশার চিত্র

  |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   19 বার পঠিত

ঈদ পরবর্তী লেনদেনে হতাশার চিত্র

ঈদের আগে কিছুটা সুবাতাস বইতে দেখা গিয়েছিল দেশের শেয়ারবাজারে। কিন্তু ঈদ পরবর্তী বিদায়ী সপ্তাহে (১৫-১৮ এপ্রিল) দেশের শেয়ারবাজারের লেনদেনে হতাশার চিত্র দেখা গেছে। আলোচ্য সপ্তাহে লেনদেন হওয়া ৪ কার্যদিবসেই সূচকের পতন ঘটেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭৭.৪০ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৬.৬৯ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩৫.৭৪ পয়েন্ট বা ২.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪৬.৫৬ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৪৭.৮১ পয়েন্ট বা ২.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৪.৫৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৪৫.২৮ পয়েন্ট বা ৮.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫.৩৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৮৯টি, কমেছে ২৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬২ কোটি ১০ লাখ শেয়ার ৫ লাখ ৪৯ হাজার ২৮৭বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯১২ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৪ কোটি ২০ লাখ ১০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৬১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বা ১২.০২ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৭৩৪ কোটি ৯০ লাখ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৩২৫ কোটি ১০ লাখ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২১ হাজার ৫৯০ কোটি ২০ লাখ টাকা বা ৩.১৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৮.৬৪ পয়েন্ট বা ২.৯২শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪৪.৫১ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২৯২.৪৯ পয়েন্ট বা ২.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৬৬.৮২ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৪৪.০১ পয়েন্ট বা ৩.৬৯ শতাংশ এবং সিএসআই সূচক ২১.৬৫ পয়েন্ট বা ১.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৪৭.৩২ পয়েন্টে এবং এক হাজার ৬৮.৩৮ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৩২২.৩৯ পয়েন্ট বা ২.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৩.৭১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৬১টি, কমেছে ২১১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ২৩৪ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬ কোটি ১১ লাখ ৫ হাজার ৮৯৬ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩২ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৩৩৭ টাকা বা ২০১.৬১ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।