শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আন্তর্জাতিক তাকাফুল অ্যান্ড রি-তাকাফুল ফোরাম

এ কে এম মনিরুল হকের নেতৃত্বে বীমা প্রতিনিধিদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   146 বার পঠিত

এ কে এম মনিরুল হকের নেতৃত্বে বীমা প্রতিনিধিদের অংশগ্রহণ

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ‘৪র্থ আন্তর্জাতিক তাকাফুল অ্যান্ড রি-তাকাফুল ফোরাম ২০২২’ এ অংশগ্রহণ করেন বাংলাদেশের বীমা কোম্পানিগুলোর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীমা মালিকদের সংগঠন বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট ও নিটল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক।

গত ২৪ আগস্ট আল হুদা সেন্টার অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইকনোমিকস (দুবাই, ইউএই) আয়োজিত এই ফোরামের উদ্বোধনী অতিথি বক্তা হিসেবে ‘প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জ টু ডেভেলপ দ্য ইসলামিক ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ’ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এ কে এম মনিরুল হক।

এ ছাড়াও প্রতিনিধি দল দু’দিন ব্যাপী তাকাফুল অ্যান্ড রি-তাকাফুল, ব্যাংকাতাকাফুল ও মাইক্রো-তাকাফুল’ এ পোস্ট ইভেন্ট ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন। পরে তারা দুবাইয়ের দু’টি তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি পরিদর্শন করেন।

ফোমামে অংশগ্রহণকারী অন্যান্য প্রতিনিধিদের মধ্যে ছিলেন নিটল ইন্স্যুরেন্সের পরিচালক নাইমা হক ও প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিমসহ উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম; জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান; ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন;  প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) কিশোর বিশ্বাস; নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক; কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এন এম ফজলুল করিম মুন্সী; বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই-আলম সিদ্দিকী এবং আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) নুরে আলম সিদ্দিকী অভি।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।