শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খাগড়াছড়ির সবুজ পাহাড়ে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব

শ্যামল রুদ্র, খাগড়াছড়ি   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   635 বার পঠিত

খাগড়াছড়ির সবুজ পাহাড়ে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব

খাগড়াছড়িতে ‘বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২০’ উৎসবে রঙিন সবুজ পাহাড়। রোববার সকাল থেকে খাগড়াছড়ির রিছাং ঝরনা এবং বিকেলে জেলা পরিষদ হর্টি কালচার পার্কে আলাদাভাবে অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য এ জনপদে আগামী ১২-১৪ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী চলবে এ অ্যাডভেঞ্চার উৎসব। সকালে সবুজে বেষ্টিত খাগড়াছড়ির রিছাং ঝরনায় বেলুন ও ফিতা কেটে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২০ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কে পৌর মেয়র রফিকুল আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। এতে উদ্বোধক ও অতিথিরা পাহাড়ের সম্ভাবনা ও অ্যাডভেঞ্চার উৎসব নিয়ে তাদের মতামত তুলে ধরেন।এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষসহ (অতিরিক্ত সচিব) স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান থেকে অ্যাডভেঞ্চার উৎসবে অংশ নেয়া টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও থাইল্যান্ডসহ চারটি দেশের টিম সদস্য ও প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। প্রধান অতিথি ও উদ্বোধকসহ আগত অতিথিরা অ্যাডভেঞ্চার ও পাহাড় থেকে রশি দিয়ে নিচে নামার দৃশ্য অবলোকন করে। এতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।