শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গ্রাহক হারাচ্ছে গ্রামীণফোন, বেশি পাচ্ছে রবি

  |   বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   748 বার পঠিত

গ্রাহক হারাচ্ছে গ্রামীণফোন, বেশি পাচ্ছে রবি

নম্বর না বদলে অপারেটর পরিবর্তন বা এমএনপি সেবার মাধ্যমে গত তিন মাসে সবচেয়ে বেশি গ্রাহক হারিয়েছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। আর বেশি গ্রাহক পেয়েছে রবি। মঙ্গলবার (১৫ জানুয়ারি) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গত অক্টোবরে এমএনপি সেবা চালুর পরের তিন মাসের চিত্র এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে গ্রামীণফোন ৪৯ হাজার ৬৫৮, বাংলালিংক ৩২ হাজার ২৫৬, রবি ১৮ হাজার ২২৮ এবং টেলিটক ২ হাজার ২৯৩ গ্রাহক হারিয়েছে।

তবে এই সময়ে রবি পেয়েছে ৭২ হাজার ৫ জন নতুন গ্রাহক। আর বাংলালিংক ২২ হাজার ৩২৫, গ্রামীণফোন ১০ হাজার ৪৯১ এবং টেলিটক ১ হাজার ৫২২ জন গ্রাহক পেয়েছে।

শুধু গত ডিসেম্বরে হিসাবেও গ্রামীণফোন গ্রাহক হারিয়েছে সবচেয়ে বেশি, ১৪ হাজার ৬১ জন। অন্যদিকে রবি হারিয়েছে ৩ হাজার ২২৮, বাংলালিংক ১১ হাজার ২৯৯ এবং টেলিটক হারিয়েছে ৯৪০ গ্রাহক।

প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বরে এমএনপি সেবা নিয়েছে ২৯ হাজার ২৫৮ জন গ্রাহক।

প্রসঙ্গত, গত বছরের ১ অক্টোবর এমএনপি সেবা চালু হয়। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২১ অক্টোবর। থার্ড পার্টি হিসেবে ইনফোজিলিয়ন টেলিটেক বিডি এই এমএনপি সেবা দিচ্ছে। এমএনপি সেবা নিতে একজন গ্রাহকের খরচ হয় ৫৭ টাকা ৫০ পয়সা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11168 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।