মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার মাস হাসপাতালে থেকে বাসায় ফিরলেন এটিএম শামসুজ্জামান

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   378 বার পঠিত

চার মাস হাসপাতালে থেকে বাসায় ফিরলেন এটিএম শামসুজ্জামান

হাসপাতাল থেকে নিজের বাসায় ফিরলেন নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান। দীর্ঘ চার মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে অবশেষে আজ বৃহস্পতিবার বাসায় ফিরলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতার মেয়ে কোয়েল আহমেদ।

কোয়েল বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘অনেক দিন চিকিৎসা নেয়ার পর চিকিৎসক বাবাকে বাসায় ফেরার অনুমতি দিলো। আজ বিকেল ৩টায় বাবাকে বাসায় নিয়ে এসেছি আমরা। তবে চিকিৎসকদের তত্বাবধানে চলতে হবে উনাকে। চিকিৎসক ১৫ দিন পরে আবারও হাসপাতালে নিয়ে যেতে বলেছেন চিকিৎসার ফলো আপের জন্য। সবাই বাবার জন্য দোয়া করবেন তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরোনো ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে । পরে সেখান থেকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা চলে তার।

গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। নিয়মিত খোঁজ-খবরও রাখেন প্রধানমন্ত্রী।

অভিনেতা এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক পান।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।