মঙ্গলবার ৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাল সনদপত্র প্রস্তুতকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   198 বার পঠিত

জাল সনদপত্র প্রস্তুতকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার

চক্রের মূল হোতা সালাউদ্দিন

শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদপত্র, নিয়োগপত্র, এনআইডি, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন প্রস্তুতকারী একটি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি)।

সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম, টিম-৩ এর এএসপি দেলোয়ার আহম্মদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই প্রতারকে নাম মো. সালাউদ্দিন (৩২)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার মৃত আলী আহম্মদের ছেলে।

এসময় তার কাছ থেকে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশের ১৭টি সনদপত্র, ভুয়া ট্রেড লাইলেন্স, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র ও চাকরির ১৫টি যোগদানপত্র এবং দুইটি হার্ডডিস্ক জব্দ করা হয়।

জানা যায়, একটি প্রতারক চক্র প্রায় এক বছর যাবৎ ওপেন টেলিকম নাম দিয়ে একটি কম্পিউটার কম্পোজ এবং স্টেশনারি দোকান খুলে ব্যবসার অন্তরালে বিভিন্ন সরকারি ডকুমেন্টস জাল জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে আসছিল। এই চক্রের মূল হোতা হিসেবে কাজ করতো সালাউদ্দিন।

রাজধানী ঢাকার খিলক্ষেতে মোহাম্মদীয়া চৌরাস্তার খাঁ পাড়ায় উক্ত দোকান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, স্নাতক সনদপত্রসহ এনআইডি, নিয়োগপত্র, ট্রেড লাইসেন্স প্রস্তুত করে টাকার বিনিময়ে সরবরাহ করতো।

এসব জাল ডকুমেন্টস গ্রহণকারী ব্যক্তিদের শনাক্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য খিলক্ষেত থানায় সিআইডি বাদী হয়ে মামলা করেছে।

/এস

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৭:০৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।