শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টানা উত্থানের পর নিম্নমুখী সূচক

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   225 বার পঠিত

টানা উত্থানের পর নিম্নমুখী সূচক

পুঁজিবাজারে টানা আট কার্যদিবস উত্থানের পর গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দর কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৬৫ পয়েন্ট কমে দাঁড়ায় সাত হাজার ২০২.০৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৩৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯.০৩ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৫৭৫.৯৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৩৮.১০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ৮২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির বা ২২.০৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬১টির বা ৬৯.৪১ শতাংশের এবং ৩২টির বা ৮.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৯.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৬২.১৪ পয়েন্টে।

সিএসইতে গতকাল ৩৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ২১৬টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:০২ অপরাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।