বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাইকৃত গাড়ি ও টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   36 বার পঠিত

ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাইকৃত গাড়ি ও টাকা উদ্ধার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাইকৃত গাড়ি ও টাকা উদ্ধার উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে গাড়িসহ টাকা উদ্ধার করে ডিবি। বিকেলে ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এই সময় গাড়িচালককে আটক করা হয়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বেসরকারি খাতের ব্যাংক ডাচ্-বাংলার এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়ছ।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর তুরাগ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ডিবি সূত্র জানায়, ছিনতাই করা টাকার চারটি বক্স নিয়ে পালিয়েছিলেন ছিনতাইকারীরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গাড়ি চালককে আটক করা হয় ঘটনার সাড়ে আট ঘণ্টার মধ্যে।

গাড়ি চালকের কাছ থেকে তিন বক্স টাকা উদ্ধার করা হয়েছে। একটি বক্স নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় কড়া তল্লাশি চালায় পুলিশ। দুপুরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এই তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। পুলিশ বলছে, ব্যাংক দাবি করছে ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, একদল সশস্ত্র লোক গাড়িটি আটকে অস্ত্রের মুখে টাকা লুট করে।

 

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।