শুক্রবার ৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে ৭৪ শতাংশ কোম্পানির দরপতনে সূচকে পতন

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   432 বার পঠিত

ডিএসইতে ৭৪ শতাংশ কোম্পানির দরপতনে সূচকে পতন

পতনের ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবার ৭৪ শতাংশ কোম্পানির দরপতনে সব সূচকের বড় পতন হয়। এর মধ্যে ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট বা এক শতাংশের বেশি পতন হয়েছে। লেনদেন সামান্য বেড়ে ৩০০ কোটিতে অবস্থান করে। লেনদেনের শুরুতেই ব্যাপক বিক্রির চাপে সূচকের বড় পতন হয়। শেষ পর্যন্ত এই পতন অব্যাহত থাকে। মাঝে দু-একবার ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। এর ফলে ডিএসইএক্স সূচক তিন বছর আগের অবস্থানে চলে গেছে। সোমবার মাত্র ১৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। অন্যদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতন হলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৪২ পয়েন্ট বা এক দশমিক ১২ শতাংশ কমে চার হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ দশমিক ৩২ পয়েন্ট বা এক দশমিক ৪৯ শতাংশ কমে এক হাজার ৭৪ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস ৩০ সূচক ১৯ দশমিক ৪১ পয়েন্ট বা এক দশমিক ১৬ শতাংশ কমে এক হাজার ৬৪৮ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। সোমবার ডিএসইর বাজার মূলধন তিন হাজার ২০১ কোটি টাকা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৫৬ হাজার ২০৪ কোটি ৬০ লাখ ৩৮ হাজার টাকায়। ডিএসইতে লেনদেন হয় ৩০৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫৭ কোটি আট লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৮১ লাখ টাকা। এদিন ১১ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ৯০১টি শেয়ার এক লাখ ১৩ হাজার ৯২০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।