
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট | 198 বার পঠিত
আজ ২৬ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আলহাজ টেক্সটাইলের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস মঙ্গলবার আলহাজ টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৮৫ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ টাকা ৪০ পয়সা বা ৫.০৭ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্টের ৪.৮২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩.১৮ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ২.৯৩ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৮২ শতাংশ, এডিএন টেলিকমের ২.৮১ শতাংশ, রতনপুর স্টিলের ২.৭৭ শতাংশ, আজিজ পাইপসের ২.৭১ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ২.৫২ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ২.৩২ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ৪:২৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan