
| বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 7 বার পঠিত
আজ ০৬ মার্চ’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ কোম্পানির মোট ৪৩ কোটি ৬৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, বীচ হ্যাচারি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং আলহাজ্ব টেক্সটাইল। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক। এদিন কোম্পানিটির ২৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্যাংক এশিয়া ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪ কোটি ৭০ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বীচ হ্যাচারি ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- পাইওনিয়ার ইন্স্যুরেন্স ২ কোটি ২ লাখ এবং আলহাজ্ব টেক্সটাইল ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan