শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড্যাপ চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   174 বার পঠিত

ড্যাপ চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) আরও বিশদভাবে পর্যালোচনা করে চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার।

গত ২৫ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামকে আহ্বায়ক করে এই মন্ত্রিসভা কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

আগের কমিটির আহ্বায়ক ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। পরবর্তী সময়ে শ ম রেজাউল করিমকে গণপূর্ত মন্ত্রণালয় থেকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী; নৌপরিবহন প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

কমিটিকে সহায়তাকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- স্থানীয় সরকার সচিব, পানি সম্পদ সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব, সেতু সচিব, ভূমি সচিব, রেলপথ সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব এবং নৌ পরিবহন সচিব।

এই মন্ত্রিসভা কমিটি জনপ্রতিনিধিদের পরামর্শ, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম থেকে প্রাপ্ত মতামত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মতামত পর্যালোচনা করে রাজউক প্রণীত ড্যাপ চূড়ান্ত করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।