শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় প্রান্তিকে কানাডার অর্থনীতিতে সুবাতাস

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ০২ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   256 বার পঠিত

তৃতীয় প্রান্তিকে কানাডার অর্থনীতিতে সুবাতাস

বছরের তৃতীয় প্রান্তিকে রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছে কানাডার অর্থনীতি। গত জুলাই থেকে সেপ্টেম্বরে দেশটির আর্থিক প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড পরিমাণ। বছর ঘুরতে না ঘুরতেই করোনাভাইরাস মহামারির ধাক্কা অনেকটাই সামলে উঠেছে তারা।

গত মঙ্গলবার স্ট্যাটিসটিকস কানাডা প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ৪০ দশমিক ৫ শতাংশ। অথচ এর আগের তিন মাসেই রেকর্ড ধস নেমেছিল কানাডার অর্থনীতিতে।

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির উৎপাদন কমে গিয়েছিল রেকর্ড ৩৮ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, তৃতীয় প্রান্তিকে তারা সেই ক্ষতি বেশ ভালোভাবেই পুষিয়ে নিয়েছে।

যদিও অর্থনীতিবিদদের ধারণা ছিল, তৃতীয় প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি আরও বেশি হবে। এই তিন মাসে অর্থনীতি ৪৮ শতাংশ বাড়বে বলে আশা করেছিলেন তারা। তবে, মহামারির মধ্যেই করোনাপূর্ব অর্থনীতির প্রায় ৯৫ শতাংশ ফিরে পাওয়া যথেষ্ট আশাব্যঞ্জক।

তৃতীয় প্রান্তিকে কানাডার ভোগ্যব্যয় বেড়েছে প্রায় ৬৩ শতাংশ। সেই সঙ্গে বেড়েছে আমদানি-রপ্তানিও। জুলাই থেকে সেপ্টেম্বরে দেশটির রপ্তানি ৭২ শতাংশ বাড়লেও আমদানি বেড়েছে অন্তত ১১৪ শতাংশ।

উন্নতি দেখা গেছে সঞ্চয়ের ক্ষেত্রেও। যদিও তৃতীয় প্রান্তিকে পারিবারিক সঞ্চয় ১৪ দশমিক ৬ শতাংশ হারে কমেছে, তবে দ্বিতীয় প্রান্তিকে ২৭ দশমিক ৫ শতাংশ কমার চেয়ে তা যথেষ্ট স্বস্তিদায়ক।

কিন্তু চতুর্থ প্রান্তিকে আর্থিক উন্নতির এই ধারা ধরে রাখা বেশ কঠিন হতে পারে দেশটির জন্য। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে কানাডায়। এতে বিভিন্ন অঞ্চলে আবারও লকডাউনের মতো বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে সরকার। এর প্রভাব পড়ছে অর্থনীতিতেও।

চতুর্থ প্রান্তিকে অক্টোবরে ০.২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্ট্যাটিসটিকস কানাডা, যা গত এপ্রিলের পর থেকে প্রতি মাসে ধারাবাহিক বৃদ্ধির মধ্যে সবচেয়ে কম। তাছাড়া, নভেম্বর ও ডিসেম্বরে আবারও সংকোচনের মুখে পড়তে পারে কানাডার অর্থনীতি।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11187 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।