বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের শেয়ারবাজারে আবারও দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   55 বার পঠিত

দেশের শেয়ারবাজারে আবারও দরপতন

আজ ১২ মার্চ দেশের শেয়ারবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাথে লেনদেন কমেছে।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১২ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৪ দশমিক ৯৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২১ দশমিক ৫৪ পয়েন্টে।

এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ দশমিক ৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭টি, কমেছে ১৩৯টি এবং শেয়ার অপরিবর্তিত ১৫৫টির।

এদিন মার্চ ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৫ দশমিক ৩৫ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রম- ১ হাজার ৩২২ দশমিক ৭৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসসিএক্স সূচক ৩২ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসআই ৩ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১১ হাজার ২৭ দশমিক ৫২ পয়েন্টে এবং ১ হাজার ১৫৭ দশমিক ৫১ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টি, কমেছে ৬৪টি এবং অপরিবর্তিত ৭৫টির।

সিএসইতে আজ লেনদেন হয়েছে ২০ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:১০ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।