বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুতই গতি ফিরছে চীনের অর্থনীতিতে

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ০৭ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   238 বার পঠিত

দ্রুতই গতি ফিরছে চীনের অর্থনীতিতে

প্রাদুর্ভাবস্থল হওয়া সত্ত্বেও অন্য অনেক দেশের তুলনায় দ্রুতই গতি ফিরছে চীনের অর্থনীতিতে। গত বছরের তুলনায় জুলাইয়ে দেশটির রফতানি অনেকটা বেড়েছে। তবে আমদানি কমলেও কিছু কাচামালের আমদানি ছিল রেকর্ড সর্বোচ্চ। এমন সূচক দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার স্থায়ী হওয়ার আশা জোগাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে ডলারের হিসাবে চীনের রফতানি গত বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে আমদানি কমেছে ১ দশমিক ৪ শতাংশ। গত জুনে এক বছর আগের তুলনায় চীনের রফতানি বাড়ে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। যদিও বিশ্লষকেদের আশঙ্কায় দেড় শতাংশ কমার ইঙ্গিত ছিল।

জুলাইয়ে চীনের রফতানি গত বছরের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ কমবে, অন্যদিকে আমদানি বাড়বে ১ শতাংশ—অর্থনীতিবিদরা এমন পূর্বাভাস দিয়েছিলেন। তবে সেই পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করে রফতানি ব্যাপক বেড়েছে। জুনে দেশটির আমদানি ১০ শতাংশ কমবে বলে পূর্বাভাস দিলেও তা ২ দশমিক ৭ শতাংশ বাড়ে।

রয়টার্স বলছে, বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি রেকর্ড সংকোচনের মুখে পড়লেও দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে বর্তমানে বিশ্বজুড়ে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে লকডাউন বিধিনিষেধ জারিতে চাহিদা কমে যাওয়ায় আপাতত অর্থনীতির এই পুনরুদ্ধার কার্যক্রম ভঙ্গুরই থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা যতটা আশঙ্কা করেছিলেন কিংবা পূর্বাভাস দিয়েছেন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের অর্থনীতি অতটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল হওয়ায় আরও প্রণোদনা প্যাকেজ ঘোষণার মতো জরুরি অবস্থা আর নেই। বৈদেশিক বাণিজ্যও বেশ গতি পেয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11192 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।