
অমিয় রুদ্র, রামগড়, খাগড়াছড়ি | সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে রামগড় সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) সকালে কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল আলম আরিফ। দেশের চলমান আইন-শৃঙ্খলার অবনতি, ধর্ষণ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম রাজু, কলেজ ছাত্রদল নেতা ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমানসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার এবং ৪৮ ঘণ্টার মধ্যে বিচার কার্যকর করার দাবি জানানো হয়। তারা আরও বলেন, দেশে যে অরাজকতা চলছে, এভাবে দেশ চলতে পারে না। সংস্কারের নামে ক্ষমতার লোভে যারা মত্ত, তাদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে উপদেষ্টাদের পদত্যাগের দাবি তোলা হবে।
বক্তারা আরও জানান, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
উক্ত মানববন্ধনে উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৯:১৪ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | rina sristy