
| সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 18 বার পঠিত
আজ ১০ মার্চ’২৫ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা ১১টার পর সুচকের একটানা পতন ঘটে। এরপর দুপুর ১২টার পর সূচকের একটানা উত্থান ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৬.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯০.৯৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২.১২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৯.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯০.২৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১০ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ১৮৬ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৪১২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৬ লাখ ৮৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৯ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ২৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ১৭৪.৪৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১৫৬.৪৩ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৯.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮৮০.৩৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৫৮ টির, কমেছে ২৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৪.৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫৭৩ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৮৫০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকার।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৬.৯৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮২০ টাকা।
Posted ৪:১৩ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan