
| মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 25 বার পঠিত
গত কার্যদিবসের মত আজও ৪ মার্চ’২৫ সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার পর সুচকের একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ২৬.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৪.১০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৩৫ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৯.৫৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ২৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ৬১৬ টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৭১৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২২০.৬৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬২.৪২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৯৮.৫১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯৮ টির, কমেছিল ২৩০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৪ কোটি ৭ লাখ ২৪ হাজার ২৬৯ টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ৫৯৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৩ কোটি ১৮ লাখ ৫২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৬ শতাংশ বা ৮২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০১.৮৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৯৬৪ টাকা।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan