নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য নয় মাস প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।
রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪৬২.৫৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২৬) টাকা। সেহিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪৬২.৩১ টাকা বা ১ লাখ ৭৭ হাজার ৮১১.৫৩ শতাংশ।
এদিকে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪৭৬.৫৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফ ছিল ০.৪৮ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।
এছাড়া চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে (২৩.৪৮) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (২৭.১৬) টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৪৬০.১৮) টাকায়।
Posted ৪:১১ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy