শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিম্নমুখী প্রবণতায় সূচক ও লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ০৩ মে ২০২১   |   প্রিন্ট   |   186 বার পঠিত

নিম্নমুখী প্রবণতায় সূচক ও লেনদেন

টানা কয়েক কার্যদিবসের উত্থানের পর আজ সোমবার কিছুটা পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন।

এদিকে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ  হাজার কোটি টাকার লেনদেন হয়েছে।

আজ  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৬৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৫১১.৩৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭.২৬ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৪৮.১৫ পয়েন্ট এবং ২ হাজার ১১৬.০৫ পয়েন্টে।

ডিএসইতে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৪৭ কোটি ১৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৫টির বা ২৯.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৭৯টির বা ৫০.৫৬ শতাংশের এবং বাকি ৭০টির বা ১৯.৭৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯.২৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫ হাজার ৯৫৩.৭৮ পয়েন্টে। সিএসইতে ২৬২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দর বেড়েছে, কমেছে ১২৫টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৩ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।