শুক্রবার ৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচক উত্থানে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   789 বার পঠিত

পুঁজিবাজারে সূচক উত্থানে কমেছে লেনদেন

দেশের উভয় শেয়ারবাজারে মঙ্গলবার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। কমেছে বেশিরভাগ শেয়ারের দর এবং ডিএসই লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবস থেকে কমে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাঁড়িয়েছে ৬১১ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকায়। যা আগের দিন থেকে ২৮০ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৯১ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার।

মঙ্গলবার ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬ শতাংশ বা ১২৪টির, কমেছে ৪৮ শতাংশ বা ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ শতাংশ বা ৫৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৬৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।