রবিবার ৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   6 বার পঠিত

প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টা মামলা

প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার সুরসহ তিন জনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন একই অধিদফতরের চিফ সায়েন্টিফিক অফিসার ডা. আজিজুল ইসলাম।
মামলার অপর দুই আসামি হলেন, অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ডা. মো. আনিছুর রহমান ও প্রকল্প পরিচালক অসিম কুমার দাস।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি এই মামলাটির আবেদন করেন।

আদালত এসময় বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেগিস্টগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বাদীর পক্ষে আইনজীবী তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আজিজুল ইসলাম প্রতিদিনের মতো ২৪ জুন সকাল ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদফতরের উদ্দেশে বের হন।
রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরদের প্রধান কার্যালয় ও কৃষিবিদ ইনস্টিটিউটের ( কেআইবি) মাঝামাঝি জায়গায় আগে থেকে দেশীয় অস্ত্র নিয়ে ওঁৎ পেতে ছিলেন আনিছুর রহমান ও অসিম কুমার।
আজিজুল ইসলাম সেখানে পৌঁছালে তারা তার গাড়ি রোধ করে। আজিজুল গাড়ি থেকে নামলে আনিছুর রহমান তাকে জড়িয়ে ধরেন এবং মলয় কুমার তার গলা চেপে ধরেন।
অসিম কুমার তাকে পিটিয়ে আহত করেন। তিনি মাটিতে পড়ে গেলে আনিছুর রহমান তার পকেটে থাকা ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যান। পরে অন্যরা এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে ডা. আজিজুল ইসলামের সাথে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান প্রাণিসম্পদের মাফিয়া ডা. মলয় কুমার সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাকুরিবিধি অনুযায়ী চাকুরী হতে বরখাস্ত ও আইনানুগ প্রতিকার চেয়েছেন।
তিনি আরও বলেন, ডা মলয় কুমার শুর এতটাই বেপরোয়া হয়ে গেছে যে , গত ২৭ জুন দুপুরে পরিচালক বাজেটে ডা. বরুণ কুমার দত্তকে বহিরাগত লোকদের দ্বারা শারিরীক ভাবে লাঞ্চিত করেছেন বলেও জানানো হয়েছে। এ নিয়ে ভুক্তভোগী এখনও কোন বিচার পান নাই।

এ ছাড়াও মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করেন ডা. আজিজুল ।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৭:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।