শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়ার নেতিবাচক প্রভাব

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   65 বার পঠিত

ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়ার নেতিবাচক প্রভাব

আজ ০২ মার্চ ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়ার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। ফলে এদিন সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া প্রতিষ্ঠানের শেয়ার দর একদিনে সর্বোচ্চ এক শতাংশ কমতে পারবে বলেও জানায়। ফ্লোর প্রাইস আরোপের পরদিন বৃহস্পতিবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিন বিক্রেতার চাপে সূচক পতন হয়েছে। শেয়ার বিক্রির কারনে লেনদেন চারশ কোটি টাকার ঘরে এসেছে। অপরদিকে সিএসইতেও লেনদেনের একই অবস্থা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৩ দশমিক ৭৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক শূন্য ৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৬ দশমিক ২৮ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৭ দশমিক ২৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪২৭ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। এদিন
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭২টি এবং কমেছে ৮৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪৯টির।

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৩ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮২ দশমিক ৭৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩০ দশমিক ৮৭ পয়েন্ট এবং সিএসআই সূচক ৪ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৪ দশমিক ২৩ পয়েন্টে, ১৩ হাজার ৩০২ দশমিক ৩৩ পয়েন্টে, ১০ হাজার ৯৬১ দশমিক ৫২ পয়েন্টে এবং ১ হাজার ১৫৪ দশমিক ৭৪ পয়েন্টে।

সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮ কোটি ১৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ১৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১০৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৮টি, কমেছে ৩৭টি এবং পরিবর্তন হয়নি ৪৩টির।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।