বুধবার ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ধিত সময় শেষেও কর অঞ্চলে নেই আশানুরূপ ভিড়

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   271 বার পঠিত

বর্ধিত সময় শেষেও কর অঞ্চলে নেই আশানুরূপ ভিড়

আয়কর রিটার্ন জমা দেয়ার বর্ধিত সময় শেষের পথে। তবে কর অঞ্চলগুলোতে নেই করদাতাদের ভিড়। রিটার্ন জমা দেয়ার আর চারদিন বাকি থাকলেও খাঁ খাঁ করছে কর অঞ্চলগুলো।

আজ সোমবার সেগুনবাগিচা, পল্টনের বেশ কিছু কর অঞ্চল ঘুরে দেখা যায়, করদাতাদের চাপ নেই অঞ্চলগুলোতে। কয়েক জায়গায় বন্ধ করে দেয়া হয়েছে রিটার্ন জমা দেয়ার অস্থায়ী বুথ। উপ-কর কমিশনারের কার্যালয়ে জমা নেয়া হচ্ছে রিটার্ন। কর অঞ্চলের কর্মকর্তারা বলছেন, এখন সাধারণ করদাতার চাপ নেই।

সেগুনবাগিচায় কর অঞ্চল-১১-এ রিটার্ন জমা দিতে আসা হামিদুল জানান, শুধুমাত্র ৩০-৩১ ডিসেম্বর অস্থায়ী বুথে রিটার্ন জমা নেয়া হবে বলে শুনলাম। এখন শুধু সার্কেলে রিটার্ন জমা নিচ্ছে। কর অঞ্চল-১৫-এর প্রধান সহকারী আবু হানিফ জাগো নিউজকে বলেন, ‘এখন রিটার্ন কম জমা পড়ছে। তারপরেও লোক আসছে। শেষ সময়ে ভিড় বাড়তে পারে।

নভেম্বরে করোনার কারণে সীমিত পরিসরে আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নভেম্বর মাসের শেষে করদাতাদের ভিড় ও আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষে রিটার্ন দেয়ার সময় বাড়িয়ে দেয় এনবিআর। গত ৩০ নভেম্বর ছিল রিটার্ন জমা দেয়ার শেষ দিন, তবে এক মাস বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়। তবে শেষ সময়ে একদমই কমে গেছে করদাতার সংখ্যা। প্রতি ঘণ্টায় ৪/৫ জন রিটার্ন জমা দিতে আসছেন। শেষ মুহূর্তে আবারও চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন কর কর্মকর্তারা।

কর অঞ্চলগুলোতে ঘুরে ও করদাতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বর মাসেই অধিকাংশ করদাতারা রিটার্ন জমা দিয়ে ফেলেছেন। এ কারণে রিটার্ন জমা দিতে আসা করদাতাদের উপস্থিতি একেবারেই কম। যারা ভুলে গিয়েছিলেন, অথবা কোনো কাজে ব্যস্ত ছিলেন তারা এখন রিটার্ন জমা দিতে আসছেন।

এদিকে এনবিআর সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর পর্যন্ত ১৭ লাখ ৪৮ হাজার ৫৮৭টি আয়কর রিটার্ন দাখিল হয়েছে। বর্তমানে ইটিআইএনধারীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে জানিয়ে এনবিআর বলছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত আয়কর আদায় হয়েছে ৩ হাজার ২৮ কোটি টাকা। ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আয়কর থেকে আদায় হয়েছিল ৩ হাজার ২৪১ কোটি টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11190 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।