বিজ্ঞপ্তি | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 48 বার পঠিত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন।
বারভিডা নেতৃবৃন্দ দেশের মহান এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। বারভিডা নেতৃবৃন্দ প্রয়াত বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বারভিডা নেতৃবৃন্দ প্রার্থনা করছেন যে, মহান আল্লাহ তা’য়ালা শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিবেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে উচ্চতর স্থানে অধিষ্ঠিত রয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন নেত্রী। বারভিডা নেতৃবৃন্দ বিশ্বাস করেন যে, তাঁর অন্যায়ের সাথে আপোষ না করার দৃঢ়তা সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণার বিষয়। অসীম ধৈর্য্যশীলতা, অনুসরণীয় প্রজ্ঞা এবং দায়িত্বপরায়ণ নেতৃত্বের গুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন বলে বারভিডা নেতৃবৃন্দ দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
মহান আল্লাহ তা’আলা বেগম খালেদা জিয়াকে বেহেশতের উ”চতম ¯’ানে কবুল করে নিবেন, বারভিডা নেতৃবৃন্দ এই প্রার্থনা করছেন।
Posted ৭:৪২ অপরাহ্ণ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy