রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে ১৯ খাতে

  |   শনিবার, ১১ মে ২০২৪   |   প্রিন্ট   |   43 বার পঠিত

বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে ১৯ খাতে

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১৯ খাতে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ২১ খাতের মধ্যে শুধুমাত্র পাট ও কর্পোরেট বন্ড খাতে লেনদেন কমলেও অন্য ১৯ খাতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭২১ কোটি ৬২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৯৮.৩১ শতাংশ।

জানা যায়, গত সপ্তাহে শতাংশের হিসেবে বা টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে সেবা ও আবাসন খাতে। এ খাতে সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪৪ লাখ টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ৪৯ কোটি ৫০ হাজার টাকা ২০০.৫৫ শতাংশ বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে বিবিধ খাতে। সপ্তাহজুড়ে এ খাতে মোট ১৬৮ কোটি ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১০৮ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা বা ১৮০.৩৯ শতাংশ বেশি।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৪১ কোটি ৬০ লাখ জার টাকা বা ১৩৩.১ শতাংশ বেশি।

অন্য ১৬ কোম্পানির মধ্যে-

চামড়া খাতে ৮৩ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪৪ কোটি ৪২ লাখ টাকা বা ১১৪.১৪ শতাংশ বেশি।

আর্থিক খাতে ৫৯ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩০ কোটি ৩৮ লাখ টাকা বা ১০২.৭ শতাংশ বেশি।

মিউচ্যুয়াল ফান্ড খাতে ১০৪ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৫২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা বা ১০২.৪৩ শতাংশ বেশি।

লাইফ ইন্স্যুরেন্স খাতে ১২৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৫০ কোটি ৬০ লাখ টাকা বা ৬৯.১ শতাংশ বেশি।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯১ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩৬ কোটি ৭৪ লাখ টাকা বা ৬৭.২৯ শতাংশ বেশি।

সিরামিক খাতে ১৩৪ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা বা ৪৬.৭৩ শতাংশ বেশি।

প্রকৌশল খাতে ৫০৯ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৫০ কোটি ৬ লাখ টাকা বা ৪১.৮ শতাংশ বেশি।

তথ্য প্রযুক্তি খাতে ২৭৪ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৭৫ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা বা ৩৮.২২ শতাংশ বেশি।

জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১২০ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩১ কোটি ৫৭ লাখ টাকা বা ৩৫.৩৮ শতাংশ বেশি।

ওষুধ ও রসায়ন খাতে ১ হাজার ৫৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২৫৫ কোটি ৩৫ লাখ টাকা বা ৩১.৮৪ শতাংশ বেশি।

ব্যাংক খাতে ৪২০ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৮৬ লাখ ৯০ লাখ টাকা বা ২৬.০৭ শতাংশ বেশি।

বস্ত্র খাতে ৬৯৪ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৩০ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা বা ২৩.২ শতাংশ বেশি

টেলিকমিউনিকেশন খাতে ৫০ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৯ কোটি ২৬ লাখ টাকা বা ২২.৫৬ শতাংশ বেশি।

কাগজ ও প্রকাশনা খাতে ৩৫ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা বা ৮.০০ শতাংশ বেশি।

সিমেন্ট খাতে ৪০ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৬৭ লাখ টাকা বা ১.৬৮ শতাংশ বেশি।

খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪২৯ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা বা ০.৩ শতাংশ বেশি।

 

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:১৫ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।