
অমিয় রুদ্র | রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 29 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩টি বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানির মধ্যে চলতি অর্থ বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১২টি বা ৫২.১৭ শতাংশ প্রতিষ্ঠানের। এরমধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৮টি বা ৩৪.৭৮ শতাংশ প্রতিষ্ঠানের এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তীত রয়েছে ৩টি বা ১৩.০৪ শতাংশ প্রতিষ্ঠানের। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি কমেছে ০.৫৮ শতাংশ এমজেএল বাংলাদেশ পিএলসি’র এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে ৪.৩৮ শতাংশ ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাসের দিকে থাকা প্রতিষ্ঠানগুলো হলো – এমজেএল বাংলাদেশ পিএলসি, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, জিবিবি পাওয়ার লিমিটেড, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসি, শাহ্জীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রীড কোস্পানি অফ বাংলাদেশ লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির দিকে থাকা প্রতিষ্ঠানগুলো হলো – ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তীত থাকা প্রতিষ্ঠানগুলো হলো – বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসর লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এমজেএল বাংলাদেশ পিএলসি : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৩৯ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৮১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫.৭৫ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫.৪১ শতাংশে।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.৫২ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৯৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২০.৪৩ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০.৯৭ শতাংশে।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.১৬ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭.৬৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৭.৭১ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮.১৮ শতাংশে।
জিবিবি পাওয়ার লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৪১ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩.১০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৪.৫৮ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪.৮৯ শতাংশে।
সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসি : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৫৬ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭.৪৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৬.৭৩ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৮৬ শতাংশে।
শাহ্জীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.৪৯ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬.৩৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৪.৩০ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪.৪৩ শতাংশে।
পাওয়ার গ্রীড কোস্পানি অফ বাংলাদেশ লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৬১ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.৫২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪.৮৮ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪.৯৭ শতাংশে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৮৫ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩.৭৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৮.৪৫ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৫২ শতাংশে।
সামিট পাওয়ার লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৫৩ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.৫০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৪.৬৩ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬৬ শতাংশে।
ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.১৮ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.১৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৫.২১ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.২৩ শতাংশে।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৭.৮৯ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.৮৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৮.৯৫ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৯৬ শতাংশে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৮১ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.৮০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১০.১৪ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০.১৫ শতাংশে।
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.৯৫ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ৪.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৭.৯১ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ৪.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৩.৫৩ শতাংশে।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার পিএলসি : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.৮১ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ২.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.২২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৮.১৫ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ২৫.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২.৪১ শতাংশে।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৬৬ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ১.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.৭০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৭.৫৮ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ১.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৬.৫৪ শতাংশে।
বারাকা পাওয়ার লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.৩৬ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪.৭৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৫.৬৪ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫.২৪ শতাংশে।
লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.১৪ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৫.১৭ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪.৯৯ শতাংশে।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.৩৩ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.৪৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৭.৮৮ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭.৭৪ শতাংশে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৩.৩৬ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৪৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৭.৯২ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭.৮১ শতাংশে।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৮০ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.৯০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৮.২০ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.১০ শতাংশে।
বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসর লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২.৮৮ শতাংশ যার ফেব্রুয়ারি মাসেও কোনো পরিবর্তন হয় নি। কোম্পানিটির ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমান ছিলো ২.৮৮ শতাংশ। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৬৫.৩৯ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসেও অপরিবর্তীত ছিলো।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.২০ শতাংশ যার ফেব্রুয়ারি মাসেও কোনো পরিবর্তন হয় নি। কোম্পানিটির ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমান ছিলো ৩২.২০ শতাংশ। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৫.১৬ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসেও অপরিবর্তীত ছিলো।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড : জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৪৩ শতাংশ যার ফেব্রুয়ারি মাসেও কোনো পরিবর্তন হয় নি। কোম্পানিটির ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমান ছিলো ৭.৪৩ শতাংশ। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২.৫৬ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসেও অপরিবর্তীত ছিলো।
Posted ৯:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | rina sristy