শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে দল নিতে চায় ৮ ফ্রাঞ্চাইজি

ক্রীড়া প্রতিবেদক   |   সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   697 বার পঠিত

বিপিএলে দল নিতে চায় ৮ ফ্রাঞ্চাইজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য ফ্রাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের আসন্ন মৌসুমের জন্য ৬টি দল যুক্ত হবে। দরপত্র জমা দেওয়ার সময় গত ৫ ডিসেম্বর শেষ হয়ে গেলেও খুব বেশি সাড়া মেলেনি। এর মধ্যে ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত হবে, কারা থাকছে আর কারা বাদ পড়ছে।

সোমবার (৬ ডিসেম্বর) রাজধানী একটি পাঁচতারকা হোটেলে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, ‘আজ যেটা জানলাম, এবারের আসরের জন্য ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। আমরা তাদের দেখব, যাচাই-বাছাই করব, তারপর ফাইনাল করবো। এখনও কিছু ফাইনাল হয়নি।’

সংবাদ মাধ্যমে এসেছে এবারের বিপিএলে অংশ নিচ্ছে না দেশের দুটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ও বসুন্ধরা। বসুন্ধরা পরিচালনা করত রংপুর রাইডার্সকে, ঢাকা ডায়নামাইটসের দায়িত্ব ছিল বেক্সিমকোর।

এই দুই প্রতিষ্ঠান এবার না থাকার কারণ জানতে চাইলে পাপনের ব্যাখ্যা, ‘এটা বলা মুশকিল, আসলে বেক্সিমকো থাকবে কি থাকবে না। এটা আমি এখনো জানি না। তবে অনেকেরই আগ্রহ আছে। আসলে হয় কি ছোট সংস্করণ তো এক বছর এক বছর করে অনেকেই আগ্রহী না। অনেকেই দীর্ঘ সময়ের জন্য আগ্রহী। তাহলে ওরা একটা পরিকল্পনা করে নামতে পারে। আমি জানি না, বসুন্ধরাও আগ্রহী কি না।’

করোনাভাইরাসের কারণে এক মৌসুম মাঠে গড়ায়নি বিপিএল। যদিও তার আদলে দেশি ক্রিকেটারদের নিয়ে সে মৌসুমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। ২০১৯-২০ মৌসুমের পর আবার বিপিএল ফেরাচ্ছে ক্রিকেট বোর্ড। সম্ভাব্য সূচি অনুযায়ী এক মাসের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২০ জানুয়ারি। এবার বিদেশি ক্রিকেটারদের সঙ্গে স্থানীয়দের পারিশ্রমিকের খুব বেশি ফারাক রাখতে চায় না বিসিবি।

পাপন বলেন, ‘প্রথমে যখন আমি বিপিএল নিয়ে কথা বলি তখনই আমি প্রশ্নটা তুলেছিলাম যে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের খেলোয়াড়দের বিশেষ করে ড্রাফটে যারা আছে তাদের পার্থক্যটা খুব বেশি না হয়। আমাদের প্লেয়াররা যেন তাদের ন্যায্য পারিশ্রমিকটুকু পায়।’

/এস

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৭:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।