বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বাইরে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যাংকাররা

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ১২ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   195 বার পঠিত

বৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বাইরে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যাংকাররা

শরৎ এর বৃষ্টিতে কেন্দ্রীয় ব্যাংকের বাইরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মূল ফটক থেকে ৩০তলা ভবনের রাস্তায় হাঁটু পানি জমে গেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন ব্যাংকে আসা বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ দর্শনার্থীরা। সোমবার দুপুরে বৃষ্টির পর কেন্দ্রীয় ব্যাংকে দেখা গেছে এমন চিত্র।

বিভিন্ন কাজে বাংলাদেশ ব্যাংকে আসা লোকজন তাদের জুতা খুলে হাঁটু পানির মধ্য দিয়ে ব্যাংকে প্রবেশ করছেন। অনেকে এসে ঘুরে যাচ্ছেন, আবার যারা আগে ভেতরে ঢুকেছেন তারা বের হতে পারছেন না ।

কেন্দ্রীয় ব্যাংকে আসা বেসরকারি ব্যাংকের এক কর্মী আল আমিন জানান, ব্যাংকের একটি রিপোর্ট জমা দিতে এসেছি। কিন্তু পানির জন্য যেতে পারছি না। এখন বাধ্য হয়ে জুতা খুলে পানিতে নেমে যেতে হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মী জানান, একটু বেশি বৃষ্টি হলেই এখানে হাঁটু পানি জমে যায়। পানি নামতে দুই তিন ঘণ্টা লেগে যায়।

এদিকে ক্ষোভ প্রকাশ করে এক ব্যাংকার জানান, যদি কেন্দ্রীয় ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান পানির নিচে এভাবে ডুবে থাকে তাহলে কিছু বলার থাকে না। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এখানে কাজ থাকে তাই অনেকে আসে। অধিকাংশ সেবাপ্রার্থীই ফরমাল ড্রেসে আসেন। এখন যদি জুতা খুলে এই নোংরা পানি নেমে ভেতরে যেতে হয় তাহলে কী অবস্থা চিন্তা করা যায়! খুবই বিরক্তকর। পানিতে নামা ছাড়া কোনো উপায় নেই।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৫০ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।