শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে সূচক ও লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   228 বার পঠিত

বেড়েছে সূচক ও লেনদেন

পুঁজিবাজারে গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে বেড়েছে টাকার অঙ্কে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে সাত হাজার ৩০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩০২.৮৫ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরুর পর থেকে আজই প্রথম সাত হাজার ৩০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৯৬.৮৭ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১.৬২ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ দুই হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৩ কোটি ৭৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩০.৫৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২২৩টির বা ৫৯.৩১ শতাংশের এবং ৩৮টির বা ১০.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৩২৩.১০ পয়েন্টে।

সিএসইতে আজ ৩১৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ১৬৮টির আর ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।