বুধবার ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে সূচক ও লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   108 বার পঠিত

বেড়েছে সূচক ও লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ মার্চ) পুঁজিবাজারে সূচক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, মঙ্গলবার ৩৮০টি প্রতিষ্ঠানের ২১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ২২৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৫০টির, আর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে দশমিক ৪৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ২ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৯৮১ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে লেনদেন।

ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপারের শেয়ার। এরপর ছিল জেনেক্সইনফোসেস, ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেডের, জিপিএসইচ ইস্পাত, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, লাফার্জহোলসিম, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম। এ বাজারে ৩১ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ১৬১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।