শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যাংকিং বুথ এখন থেকে ‘উপশাখা’

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   444 বার পঠিত

ব্যাংকিং বুথ এখন থেকে ‘উপশাখা’

আর্থিক সুবিধাবঞ্চিত মানুষের কাছে ব্যাংকিংসেবা পৌঁছে দিতে চালু হওয়া ‘ব্যাংকিং বুথ’ নামের ব্যবসা কেন্দ্র এখন থেকে ‘উপশাখা’ হিসেবে বিবেচিত হবে।

ব্যাংকিং বুথের কার্যক্রম ও সেবার পরিধি সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট করতে এ নাম পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

এতে বলা হয়েছে, ব্যবসার প্রসার, ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগণের কাছে সেবা পৌঁছে দেয়া এবং স্বল্পব্যয়ী ব্যাংকিংসেবা আউটলেটের মাধ্যমে অধিকতর আর্থিক সেবাভুক্তির লক্ষ্যে ব্যাংকের ব্যবসা কেন্দ্রের মধ্যে ব্যাংকিং বুথ অন্তর্ভুক্ত করা হয়।

ব্যাংকিং বুথের কর্মপরিধি ও পরিচালন পদ্ধতি বিবেচনায় এবং ব্যাংকিং বুথের কার্যক্রম ও সেবার পরিধি জনসাধারণের কাছে অধিকতর স্পষ্ট করতে ‘ব্যাংকিং বুথ’ নামের ব্যবসা কেন্দ্রগুলো ‘উপশাখা’ নামে বিবেচিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

এ প্রেক্ষিতে ওই সার্কুলারে উল্লেখিত ‘ব্যাংকিং বুথ’ শব্দগুচ্ছ এবং ‘ব্যাংকিং বুথ’ বোঝাতে ব্যবহৃত সব শব্দ বা শব্দগুচ্ছ ‘উপশাখা’ শব্দ দ্বারা প্রতিস্থাপিত হবে। আগের সার্কুলারে বর্ণিত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:০১ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।