বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটবিসি’র ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   493 বার পঠিত

ব্যাটবিসি’র ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (ব্যাটবিসি) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৪০ টাকা করে পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর নিয়তিমই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। তবে সাম্প্রতিক সময়ের মধ্যে এবার প্রতিষ্ঠানটি সব থেকে কম লভ্যাংশ দিয়েছে।

আগের বছর ২০১৮ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। তার আগের বছর ২০১৭ ও ২০১৬ সালে ৬০০ শতাংশ নগদ এবং ২০১৫ সালে ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এবার লভ্যাংশের পরিমাণ কমলেও মুনাফার প্রায় সম্পূর্ণ অংশ শেয়ারহোল্ডারদের বিলিয়ে দিচ্ছে কোম্পানিটি। তবে আগের বছর বড় ধরনের বোনাস শেয়ার লভ্যাংশ হিসাবে দেয়ায় এবার লভ্যাংশের হার কমে গেছে।

প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৭২ দশমিক ৯১ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৮৯ শতাংশ ও বিদেশিদের কাছে ১০ শতাংশ শেয়ার আছে। বাকি দশমিক ৬৪ শতাংশ শেয়ার আছে সরকারের হাতে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ রোববার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।