রবিবার ৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় উত্থান পুঁজিবাজারে

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ২২ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   319 বার পঠিত

বড় উত্থান পুঁজিবাজারে

আগের দুই কার্যদিবস পতন হলেও  চলতি সপ্তাহের শুরুতে ব্যাংক, প্রকৌশল আর বস্ত্র খাতের উপর ভর করে বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে।

বড় উত্থানের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি ছয় হাজার ৮০০ পয়েন্টের মাইফলক স্পর্শ করেছে।

আজ ডিএসইতে সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেন।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ৮৪২.২৩ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরু পর থেকে প্রথম ছয় হাজার ৮০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৮.৩৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৪৭৯.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৪৫১.৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৮৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৭টির বা ৬৫.৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৬টির বা ২৫.৫৩ শতাংশের এবং ৩৩টির বা ৮.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২১.৪৭ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৮টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।