শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে একশ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ১৫ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   291 বার পঠিত

ভারতে একশ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে মাত্র একরাতের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা একশ’ পেরিয়েছে। শনিবার রাতেও দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৮০। কিন্তু আজ রোববার সকালেই এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৭ জন। এদের মধ্যে ১৭ জন বিদেশি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দেশটিতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে অন্তত ৩১ জনের শরীরে নভেল করোনভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া, কেরালায় আক্রান্ত হয়েছেন ২২ জন।

ভারতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন দু’জন। এর পরপরই করোনা সংক্রমণকে বিপর্যয় ঘোষণা করে দেশটির কেন্দ্রীয় সরকার। মৃতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু, আদৌ এ অর্থ তারা পাবেন কি-না এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ, সরকারি ঘোষণায় কোথাও ওই চার লাখ রুপির কথা বলা হয়নি।

করোনার প্রকোপ ঠেকাতে শনিবার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশকীয় পণ্যের স্বীকৃতি দিয়েছে মোদি সরকার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসবের উৎপাদন বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এ পর্যন্ত ১৫৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে আক্রান্তে হয়েছেন অন্তত ১ লাখ ৫৬ হাজার ৯৪৮ জন, প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৩৮৯ জন। আক্রান্তদের মধ্যে ৭৫ হাজার ৯৩৯ জনই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।