বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাইলফলকের দ্বারপ্রান্তে রস টেলর

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   1153 বার পঠিত

মাইলফলকের দ্বারপ্রান্তে রস টেলর

আর মাত্র ৫১ রান প্রয়োজন নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলরের। তাহলেই ওয়ানডেতে কিউইদের সর্বকালের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় সবার উঠে যাবেন তিনি। বুধবার ভোর ৪টায় ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আর ৫১ রান করলে পেছনে ফেলবেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে।

অবশ্য এমন মাইলফলকের দ্বারপ্রান্তে থেকে শুরুতে রসিকতা করে উত্তর দেন টেলর। মাইলফলক নিয়ে বলেন, ‘আসলে আপনি যদি পর্যাপ্ত ম্যাচ খেলেন তাহলে এমন মাইলফলক এমনিতেই চলে আসবে।’ এরপরেই সিরিয়াস ভঙ্গিতে উত্তরটা দেন তিনি, ‘ সেটা করতে পারলে ভালোই হবে, আশা করছি আমার মাঝে আর অল্প রানই অবশিষ্ট আছে।’

রস টেলরের এমন ভাবনার কারণ তার বয়স বৃদ্ধি। ৩৪ হয়ে যাওয়া এই ক্রিকেটার খুব বেশি দিন হয়তো ক্রিকেট খেলবেন না। ২০০৬ সালে ওয়ানডে অভিষেক করা টেলর তাই মনে করেন এমন কীর্তি গড়লে একদিন মার্টিন গাপটিল অথবা কেন উইলিয়ামসন হয়তো তা টপকে যাবেন, ‘আমার মেন্টর মার্টিন ক্রো সব সময় এমন রেকর্ড তাড়া করতে বলে। তবে আপনি যখন এমনটি করছেন তার মানে পরবর্তী কারো জন্য মঞ্চটা গড়ে দিচ্ছেন। যাতে করে তারাও তেমন করে এগিয়ে আসতে পারে। আশা করছি কয়েক বছরে গাপটিল ও কেন এটা টপকে যাবে।’

বাংলাদেশের বিপক্ষে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ ২-০ তে নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। তাই শেষ ম্যাচে বিশ্রামে রয়েছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া দলে ফিরেছেন কলিন মুনরো। ডানেডিনে ওপেনিংয়ে মার্টিন গাপটিলের পেয়ার হিসেবে দেখা যাবে তাকে। বিশ্বকাপের আগে অবশ্য স্বাগতিকদের জন্য এটা কম্বিনেশন বেছে নেওয়ার সুযোগ। রস টেলর মনে করেন, ‘বিশ্বকাপে আগে এটা বিকল্প দেখে নেওয়ার সুযোগ। কলিনকে দেখে ভালো লাগছে, আশা করছি টপ অর্ডারে ভালো কিছু করে ও অবস্থান পোক্ত করতে পারবে।’

বর্তমানে ২১৭ ম্যাচে রস টেলরের সংগ্রহ ৭ হাজার ৯৫৭ রান। আর ফ্লেমিং ৮ হাজার ৭ রান নিয়ে অবস্থান করছেন শীর্ষে। খেলেছেন ২৭৯টি ম্যাচ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।