শনিবার ৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মে দিবসে ফকির আলমগীরের চমক ‘ভালোবাসা তুমি’

  |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯   |   প্রিন্ট   |   491 বার পঠিত

মে দিবসে ফকির আলমগীরের চমক ‘ভালোবাসা তুমি’

গণসংগীতের কিংবদন্তি গায়ক ফকির আলমগীর অসহায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে বরেণ্য এই গায়ক বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির নাম ‘ভালোবাসা তুমি’।

‘ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা, ভালোবাসা তুমি আপসের কাছে বন্দি মানবতা, ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন, ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন’- এমন কাব্যিক কথার গানটি লিখেছেন লিমন আহমেদ। সুর করেছেন মুরাদ নূর ও সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।

অনেক দিন পর ফকির আলমগীরের কণ্ঠে নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর বিশেষ দিবসে মৌলিক গান গাইলাম। এই আয়োজনের পুরো কৃতিত্ব মুরাদ নূর ও লিমন আহমেদের। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গান তৈরিতে লিমন ও নূরের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। গানটি আমি অনেক আবেগ দিয়ে গেয়েছি। শ্রোতাদের ভালো লাগলে তৃপ্তি পাবো।’

গান নিয়ে গীতিকার লিমন আহমেদ বলেন, ‘আমাদের এই গান বিশ্বের সব শ্রমিকের প্রতি শ্রদ্ধার নিবেদন। খানিকটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। যেখানে প্রতিটি মানুষ নিজেকে শ্রমিক হিসেবে মূল্যায়ন করে একে অপরের অধিকার ও প্রাপ্য সম্মানের প্রতি সচেতন থাকার প্রেরণা পাবেন। মুরাদ নূর ভাইকে ধন্যবাদ চমৎকার এই গানের আয়োজন করার জন্য। আমাদের গর্ব ফকির আলমগীর। তার কণ্ঠের জন্য এ গান লিখতে পেরে আমি আনন্দিত।’

গানটি নিয়ে মুরাদ নূর বলেন, ‘সবসময় মানুষের কল্যাণে বিশেষ কাজ আমাকে আনন্দ দেয়। বাংলার গণসংগীত মানেই ফকির আলমগীর। অনেক দিনের স্বপ্নের ফসল এই গান। ফকির ভাই, লিমন ও জিতুর প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশনের মাহবুব ভাইকে। সৃষ্টির অতৃপ্তি থেকেই তাদের অনেক জ্বালাতন করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।’

মুরাদ নূর জানান, মহান মে দিবসে ‘ভালোবাসা তুমি’ গানটির ভিডিও সিডি ভিশনের ইউটিউবসহ সব ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।