শনিবার ৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যেসব দেশে স্পর্শ করেনি প্রাণঘাতী করোনা

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ১৮ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   285 বার পঠিত

যেসব দেশে স্পর্শ করেনি প্রাণঘাতী করোনা

গত ৩১ ডিসেম্বর চীনে শনাক্ত হয়েছিল নতুন এক ভাইরাস, বিজ্ঞানীরা যার নাম দেন নভেল করোনাভাইরাস। নতুন এ ভাইরাসটি সহজেই মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ায় দ্রুত ব্যবস্থা নিয়েও আটকানো যায়নি এর সংক্রমণ। ফলাফল, মাত্র সাত মাসের মধ্যেই বিশ্বের প্রায় প্রতিটি কোণে পৌঁছে গেছে প্রাণঘাতী এ ব্যাধি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১১৫ জন। মারা গেছেন ছয় লাখেরও বেশি মানুষ।

প্রাণঘাতী এ ভাইরাস এতটাই অপ্রতিরোধ্য যে, এক দেশে সংক্রমণ কমছে তো বেড়ে যাচ্ছে আরেক দেশে। যেখানে কমে গেছে বলে মনে হচ্ছে, সেখানে আবারও আঘাত হানছে এ মহামারি। এভাবে দেখতে দেখতেই বিশ্বের ১৮৮টি দেশে পৌঁছে গেছে নভেল করোনাভাইরাস।

তবে বৈশ্বিক এ দুর্গতির মধ্যেও কিছু দেশ রয়েছে যেখানে এখনও মানুষজন নির্বিঘ্নে ঘোরাফেরা করছে। এসব দেশে এখনও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। এরকম কয়েকটি দেশ হলো-

১. কিরিবাতি
২. মার্শাল আইল্যান্ড
৩. মাইক্রোনেশিয়া
৪. নাউরু
৫. পালাউ
৬. সামোয়া
৭. সলোমন দ্বীপপুঞ্জ
৮. টোঙ্গা
৯. তুর্কমেনিস্তান
১০. টুভালু
১১. ভানাতু

করোনার সংক্রমণমুক্ত দেশের তালিকায় উত্তর কোরিয়ারও নামও আসে। তবে দেশটি সত্যিই করোনামুক্ত কি না তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। কারণ, উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ তথ্য খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করে দেশটির সরকার, ফলে এসব তথ্য পাওয়া বর্হিবিশ্বের জন্য বেশ কঠিন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।