শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   62 বার পঠিত

লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেনের তারিখ নির্ধারণ

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে আগামীকাল লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ১০ শতাংশ শেয়ার ছেড়ে এটিবিতে তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ তথ্য জানিয়েছে।

আগামীকাল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এটিবি মার্কেট উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

জানা যায়, লংকাবাংলা সিকিউরিটিজের ট্রেডিং কোড হবে “LBSL”। আর কোম্পানি কোড হবে “৫৯০০১”। কোম্পানিটি স্টক ব্রোকার সেক্টরের অধীনে লেনদেন করবে। কোম্পানিটি গত ২৪ নভেম্বর,২০২২ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। লংকাবাংলা সিকিউরিটিজ লংকাবাংলা ফিন্যান্সের সহযোগী কোম্পানি। লংকাবাংলা সিকিউরিটিজের ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার ধারণ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

লংকাবাংলা ফাইন্যান্স লংকাবাংলা সিকিউরিটিজের ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৩টি শেয়ার অফলোডের প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটির মোট শেয়ার রয়েছে ২৪ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩২৬টি।

এছাড়াও, এটিবিতে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ১৮টি কোম্পানিকে এটিবিতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল বিএসইসি। কিন্তু প্রস্তুত না থাকায় ওটিসির কোনো কোম্পানির শেয়ার এটিবি উদ্বোধনের সময় লেনদেনে অংশ নিচ্ছে না।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।