শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শতভাগ বীমা সুবিধা পাচ্ছেন বিএসএমএমইউতে কর্মরতরা

বিবিএনিউজ.নেট:   |   মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   1098 বার পঠিত

শতভাগ বীমা সুবিধা পাচ্ছেন বিএসএমএমইউতে কর্মরতরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে জীবন বীমা করপোরেশনের গোষ্ঠী বীমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিএসএমএমইউতে কর্মরত কারো মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা এই চুক্তির আওতায় শতভাগ সুবিধা পাবে। এ ছাড়া কেউ চাকরি থেকে অবসরে গেলে তার জমাকৃত বীমার সমপরিমাণ টাকা ফেরত পাবেন।

মঙ্গলবার সকালে বিএসএমএমইউর উপাচার্যের কার্যালয়ে এই গোষ্ঠীবীমা (গ্রুপ ইনস্যুরেন্স) চুক্তি স্বাক্ষরিত হয়। বিএসএমএমইউর পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান এবং জীবন বীমা করপোরেশনের পক্ষে মহাব্যবস্থাপক পারভীন সিদ্দিকা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের সময় সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ও জীবনবীমা করপোরেশনের চেয়ারম্যান ড. সেলিনা আফরোজ।

অন্যদের মধ্যে বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) আবদুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।