শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ কর্মদিবসে ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি নেই

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ১২ মে ২০২১   |   প্রিন্ট   |   272 বার পঠিত

শেষ কর্মদিবসে ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি নেই

পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ কার্যদিবস আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি নেই বললেই চলে। গ্রাহক না থাকায় কোনো কোনো ব্যাংকে কর্মকর্তাদের অলস সময় কাটছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। এজন্য গ্রাহকরা আগেই লেনদেন সম্পন্ন করেছেন। অতি জরুরি লেনদেনের জন্য কিছু গ্রাহক ব্যাংকমুখী হচ্ছেন। তবে আগতদের একটি অংশ নিচ্ছেন নতুন টাকা। আজ যদি শাওয়াল মাসের চাঁদ না ওঠে তাহলে বৃহস্পতিবারও পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে।

এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত সোনালি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আজ ব্যাংক খোলা থাকলেও অন্য সব দিনের তুলনায় গ্রাহক কম আসছেন। ভোগান্তি এড়াতে আগেই সব লেনদেন সম্পন্ন করেছেন তারা।

অন্যদিকে আজ ঈদুল ফিতরের চাঁদ দেখা না গেলে শিল্প এলাকায় বৃহস্পতিবারও ব্যাংক খোলা থাকছে। এ বিষয়ে গত ৬ মে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে।

জারিকৃত নির্দেশনায় বলা হয়, ঈদের পূর্বে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে ১০ মে থেকে ১৩ মে (১৪ মে ২০২১ তারিখে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:১৫ অপরাহ্ণ | বুধবার, ১২ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।