
| বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 16 বার পঠিত
আজ ৫ মার্চ’২৫ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর ১২টা ২০ মিনিট থেকে সুচকের একটানা পতন হলেও লেনদেন শেষ বেলায় সূচক সামান্য বেড়েছে। এর ফলে দিনশেষে সূচকের সামান্য উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬.৬৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৪১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯০.৪৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১২ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৯২০ টি শেয়ার ১ লাখ ১৩ হাজার ৩৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ২০ লাখ টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৪ মার্চ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ২৬.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ১৯৪.১০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১৫৮.৩৫ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮৮৯.৫৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৬৫ টির, কমেছিল ২৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ৬১৬ টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৭১৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২০ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০৬.২২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৫০৪ টাকা।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan