
| বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 13 বার পঠিত
আজও ৬ মার্চ’২৫ সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার পর সুচকের একটানা পতন হলেও দিনশেষে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৩.৯৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬০.৮৮ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৯.৬৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩৩৬ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬.৬৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৪১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯০.৪৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩০.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১২ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৯২০ টি শেয়ার ১ লাখ ১৩ হাজার ৩৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ২০ লাখ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০২.৮৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৩৭ টাকা।
Posted ৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan