শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   261 বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

দেশের উভয় শেয়ারবাজার আজ বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শেষ করেছে। আজ শেয়ারবাজারের সব সূচক বেড়েছে, সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে । তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৯৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৪.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৯১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২২.১৪ পয়েন্ট এবং সিডিএসইসি ৭.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৫.৫৩ পয়েন্ট, ১৭২৭.১২ এবং ১০০৯.২০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৮২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮ কোটি ৪৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৪১ কোটি ৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮৩টির বা ৫১.৯৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৭৬টির বা ২১.৫৯ শতাংশের এবং ৯৩টি বা ২৬.৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৪.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৬২.৫৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।