
| রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত
আজ ২ মার্চ’২৫ সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর ১টার পর সুচকের একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৬.৮৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৬.৫৫ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৩.৬৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৪৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৫ কোটি ৫৯ লাখ ১৩ হাজার ২৫৯ টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৮৫৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২১ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা।
এদিকে গত কার্যদিবসে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ২৪৭.৩০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭০ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৯০৫.৫৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৯৩ টির, কমেছিল ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৮.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ২০ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ১৭৭ টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৪৭০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৮৫ লাখ ৩১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৫ কোটি ৯০ লাখ ২১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৩.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬০৯.৬৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা।
Posted ৭:০৭ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan