শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক সামান্য বাড়লেও লেনদেন ছয় মাসে সর্বনিম্ন

  |   বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   138 বার পঠিত

সূচক সামান্য বাড়লেও লেনদেন ছয় মাসে সর্বনিম্ন

টানা চার দিন দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ইতিবাচক ধারায় ফিরেছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইতে লেনদেন নেমে এসেছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকায়। এ অংক গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম কমেছে ১৯৫টির, বেড়েছে মাত্র ১৩১টির, অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। শেয়ার ও ইউনিটের দাম কমলেও দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬ পয়েন্ট অবস্থান করছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৪৬ কোটি টাকা। যা গত ৬ মাস ৬ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন করা ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ১১৮ টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।